Khoborerchokh logo

আগত শবে বরাতে ঘরে নামাজ পড়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ । 314 0

Khoborerchokh logo

আগত শবে বরাতে ঘরে নামাজ পড়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ।

পুরা বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমন , তারই প্রেক্ষিতে বাংলাদেশে বিস্তার ঠেকাতে পবিত্র শবে বরাতে ঘরে থেকে ইবাদত বন্দেগী করতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।শনিবার ইফার মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
আগামী ৯ এপ্রিল ২০২০ইং দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। মুসলমানরা বিশ্বাস করেন শবে বরাতে রাতে আগামী এক বছরের ভাগ্য নির্ধারিত হয়।বাংলাদেশে মুসলমানরা রাতটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেন। সারারাত মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও ওয়াজ করা হয়। ইবাদত বন্দেগী করেন কোটি  কোটি মুসল্লি। প্রতিবেশীদের বাড়িতে খাবার বিতরণের রেওয়াজ রয়েছে শবে বরাতে ঐ রাতে ।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ বছর বায়তুল মোকাররমসহ দেশের কোনো মসজিদে ওয়াজ মাহফিল ও বিশেষ দোয়া আয়োজন করা হবে না।
সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে চলতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়ে ইফা। সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজ নিজ বাড়িতে শবে বরাতে ইবাদত  বন্দেগী  যথাযথ মর্যাদায় আদায় করতে সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com